আশাশুনিতে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক ওয়াশ কর্মশালা
আশাশুনিতে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক ওয়াশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা জেলার আয়োজনে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম। মূল প্রবন্ধ “কমিউনিটি ও বিদ্যালয় পর্যায়ে স্যানিটেশন ও স্বাস্থ্য বিধির জন্য সামাজিক সচেতনতা ও করণীয়” মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন, ডিএফএইচই ঢাকার এসডিও মোঃ বাবুল আক্তার। বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে পৃথক আলোচনা উপস্থাপন করেন, প্রকল্পের প্রাক্কলনিক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে পিআইও সোহাগ খান, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এএসএম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, কামরুন নাহার কচি, নিরঞ্জন কুমার মন্ডল, সুপার আলহাজ¦ মাওঃ আবুল হাসান বিভিন্ন এনজিও কর্মকর্তা প্রমুখ আলোচনা রাখেন।
এছাড়া স্যানিটেশনের উপাদান, অপর্যাপ্ত স্যানিটেশনের ক্ষতিকর প্রভাব, উপজেলা ওয়ারী প্রতিবেদন, স্যানিটেশন ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক, সার্কভুক্ত দেশ সমূহের জাতীয় স্যানিটেশন কভারেজ, স্বাস্থ্য বিধি পরিচর্চাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে গ্রুপ ওয়ার্ক ও গ্রুপের কাজ উপস্থাপন করা হয়।