কালিগঞ্জে অবৈধ গরু আটকের ঘটনায় ৫ যুবককে জরিমানা
কালিগঞ্জ উপজেলার ভারত সিমান্তবর্তী কালিন্দী নদী পার করে অবৈধভাবে মাদক ও গরু চোরাচালান অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন ধরে সীমান্তে চোরাচালান ও অবৈধ গরু পাচার বেড়ে যাওয়ায় ব্যাপারে স্থানীয় এলাকাবাসী কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে গত সোমবার গভীর রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর বটতোলা নামক স্থানে গোপন সংবাদের ৩টি গরু আটক করে বিজিবি’র কাছে হস্তান্তর করে এলাকাবাসী। বিষয়টি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হয়। সরেজমিনে গেলে স্থানীয় এলাকাবাসী জানান, ভারত সীমান্তের কালিগঞ্জের বসন্তপুর এলাকা দিয়ে প্রতিদিন অবৈধভাবে মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং গরু চোরাচালানের মাধ্যমে আনা হয়। এলাকাবাসী তাদের নিষেধ করার পরও তারা শোনে না। একপর্যায়ে স্থানীয় বসন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা ফজয়জুল হক বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইছহাক আলীর ছেলে দাউদ আলী, মৃত জিয়াদ আলীর ছেলে ওবাইদুর রহমান শিশির, বাবু মোড়লের ছেলে আছাদুল, জিয়াদ গাজীর ছেলে আছাদুল ইসলাম সোমবার রাতে এলাকা থেকে ৩টি গরু আটক করে। গরু পাচারকারী একই গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে ফারাকাত আলী টোকেন বা প্রয়োজনিয় কোন কাগজপত্র দেখাতে পারেনি। আটকের পর বিজিবি’র নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়কে (সিও) অবহিত করলে তার নির্দেশে বসন্তপুর বিজিবি ঘটনাস্হলে উপস্হিত হলে গরুগুলো হস্তান্তর করে এলাকাবাসি। আটকের পরদিন সকালে গরু পাচারকারী ফারাকাত গরু আটককৃতদের উপর চড়াও হয়। এসময় আছাদুল মোড়লকে কৌশলে বাড়ি থেকে নিয়ে এসে বসন্তপুর বটতোলা মোড়ে একটি ঘরে আটকে রাখে ক্ষতিপূরণ দাবী করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন তাকে উদ্ধার করে একই এলাকার লিয়াকাত আলীর চায়ের দোকানে শালিস বসে। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে শালিস বৈঠকে গরু আটককারী ৫জনকে প্রত্যেককে ১২ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করে চোরাকারকারীকে দেওয়া সিদ্ধান্ত গ্রহন করা হয়। এমনকি কয়েকজন জরিমানার টাকাও দিয়ে দেছে বলে জানা গেছে। জরিমানা করা কয়েকজন এ প্রতিনিধিকে বলেন, ইউপি চেয়ারম্যানের বিচার আমাদের মনোগুতো হয়নি। অহেতুক হয়রানী করা হচ্ছে আমাদের। আবার জরিমানার টাকা না দিলে আমাদের বাড়িতে মাদকদ্রব্য ও অস্ত্র রেখে বিভিন্ন মামলাসহ ক্ষয়ক্ষতির হুমকিও দেওয়া হচ্ছে।