কলারোয়ায় শিক্ষা মেলায় পুরস্কার বিতরণ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষা মেলা ও শিক্ষণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয়েছে। শনিবার সকালে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা মেলা ও শিক্ষণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষা মেলার ক্লাস্টারের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।
এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, রবি শংকর দেওয়ান, বাবলু রহমান, আশেকুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রেহেনা পারভীন, তহমিনা পারভীন লিলি, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম সিরাজ, নাসরিন বেবী, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। উল্লেখ্য-শিক্ষা মেলায় সোনাবাড়ীয়া, হটাৎগঞ্জ, বামনখালী, দিগং ও সদর ক্লাস্টারের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।