বাঁশদহা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নে ১৫ টি প্রাথমিক বিদ্যালয় একযোগে ভোট গ্রহণ শুরু হয় আজ বুধবার ১২ টা হতে। সরকারি নির্দেশনা মোতাবেক এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই ভেট। সমস্ত স্কুলে প্রথম হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাঁশদহা, কুলিয়াডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মোট ৯ জন প্রার্থী নিয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভোটে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে চতুর্থ শ্রেণীর ইমন হোসেন। ৫০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির নন্দিতা শাহানাজ। ৪২ ভোট পেয়ে তৃতীয় স্থান হয় তৃতীয় শ্রেণির মিথিলা নাজনিন। ৩৮ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির সাজিদ হাসান। ৩২ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির সাদিকুর রহমান। ৩০ ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির আরিফা।
এছাড়া মাসুমা, ইমন এবং মারিয়া এই ভোটে অংশ গ্রহণ করে। উৎসব মুখর পরিবেশে অন্য ভোটের মত সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মতামতের ভিত্তিতে তাদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কালীন সময় স্কুলের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি ইয়ারুল ইসলাম, বদরুজ্জামান, মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক সমস্ত ভোট গ্রহণে অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। এসময় স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।