বাংলাদেশকে হারানোর ম্যাচে দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ৪ রানে হেরেছে টাইগাররা। জিতলেও লজ্জার এক রেকর্ড গড়েছে প্রোটিয়ারা।

এদিন পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিনের দারুণ বোলিংয়ে ২৩ রানেই প্রথম ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর প্রোটিয়াদের হাল ধরেন মিলার ও ক্লাসেন। শুরুর ধাক্কা সামলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা ১১৩ রান করে।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লেতেই প্রোটিয়াদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন দুই টাইগার পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে প্রোটিয়া বাহিনীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫ রান।

এটি টি-২০ বিশ্বকাপে নিজেদের পাওয়ার প্লে’র ইতিহাসে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা।

সেই ম্যাচে পাওয়ার প্লেতে ৪ উইকেটের বিনিময়ে ১৬ রান তুলেছিল তারা। পাওয়ার প্লেতে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে। সেবার ৩ উইকেটে ২৪ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)