কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
কালিগঞ্জ প্রতিনিধি: পুকুরের ঘাটে অজু করতে যেয়ে অসাবধান বশতঃপা পিছলে পুকুরে পড়ে কুনছুন বিবি নামে (৮৭)বছরের ১ বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) ভোরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের ব্রজ পাটুলি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কুনছুন বিবি ভাড়া সিমিলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামের জনাব আলীর স্ত্রী। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে একা একা পুকুর ঘাটে যায় ওই সময় পা পিছলে পড়ে গেলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিগঞ্জ থানায় নিয়ে আসে।
কালিগজ্ঞ থানার ওসি মো. শাহিন জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।
Please follow and like us: