ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যা ফ্রি রিপেয়ার করা হবে দেশের ৩৫ জায়গায়
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশের বাজারে অফিসিয়াল স্মার্টফোন নিয়ে হাজির হলো চীনা হ্যান্ডসেট ব্র্যান্ড ওয়ানপ্লাস। আর এ উপলক্ষে ওয়ানপ্লাস ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে। ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিক্যাল লাইনের (গ্রিন লাইন) সমস্যা বিনামূল্যে রিপেয়ার করে দেবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বাংলাদেশে ‘ওয়ানপ্লাস’ এর যাত্রা ঘোষণা দেওয়া হয়। এ সময় ওয়ানপ্লাস বাংলাদেশের আফটার সেলস সার্ভিস ডিরেক্টর রুবায়েত ফেরদৌস চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, আমরা নির্ভরযোগ্য বিক্রয় পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিক্যাল লাইনের সমস্যা ফ্রিতে রিপেয়ার সার্ভিস দেবো।
তিনি জানান, ওয়ানপ্লাসের সকল ফোন ও ব্যাটারিতে ১২ মাসের ওয়ারেন্টি মিলবে।
অনুষ্ঠানে আরো জানানো হয়, বাংলাদেশজুড়ে ৩৫টি স্থানে ২২টি সার্ভিস সেন্টার এবং ১৩টি সার্ভিস পয়েন্টের মাধ্যমে বিক্রয় পরবর্তী সেবা পাওয়া যাবে।
বাংলাদেশে ওয়ানপ্লাসের যাত্রা হয়েছে নর্ড এন৩০ মডেলটির হাত ধরে। এই মডেলটি বাংলাদেশে তৈরি। যার দাম মাত্র ১৬ হাজার টাকা। এই ফোনে মিলবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রোম। এতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। ২২ মে থেকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।