সাতক্ষীরায় দুই উপজেলায় চলছে ভোট গ্রহন

নিজস্ব প্রতিনিধি: কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যেও এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করছে। অভিযোগের তীরে জর্জরিত বিভিন্ন পদপ্রার্থী। তবে সকল অভিযোগ উড়িয়ে দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা।
তাদের ভাষ্য এবারের কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাচন চলছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কোন ধরনের কারচুপির সুযোগ নেই। দুপুর অবধি ভোটের যে চিত্র দেখা গেছে তাতে খুবই কম ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন। কোথাও কোন ঝুঁকি নেই ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে।কালীগঞ্জ উপজেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী (ঘোড়া) এবং উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন (আনারস), ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন। এবারের নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২লাখ ৪৭ হাজার ৮১৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২৫ হাজার ৪১৬জন, নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন, এবং হিজড়া সম্প্রদায়ের ২জন।এদিকে সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ-উজ্জামান সাইদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা (ঘোড়া) ও শ্যামনগর পূজা উপযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার)। উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)