কুলিয়ায় উপ-নির্বাচনে রওনাক-উল-ইসলাম রিপন জয়ী
Post Views:
১৮১
স্টাফ রিপোর্টার: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন টিউবওয়েল প্রতীক নিয়ে ১ হাজার ৩শ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনিসুজ্জামান সুজল ফুটবল প্রতীকে ৭৪১ ভোট এবং অপর প্রতিদ্বন্দী প্রার্থী আমানুল্লাহ হোসেন তালা প্রতীকে ৬৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের নারী ও পুরুষ মিলিয়ে দুটি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর চলা ভোটগ্রহণে ১ নং ওয়ার্ডের ৩৮৮৭ জন ভোটারের মধ্যে ২৭৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণকালীন দুটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।
এদিকে নির্বাচন চলাকালিন কেন্দ্র দুটি পরিদর্শন করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার প্রমুখ।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের মেম্বার সামসুজ্জামান ময়না’র মৃত্যুজণিত কারণে শূণ্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।