রোনালদোকে বাদ দিয়ে পর্তুগালের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
আগামী বৃহস্পতিবার সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। গত সপ্তাহের শুরুতে এ ম্যাচের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন পর্তুগিজ কোচ রবের্তো মার্তিনেস। প্রাথমিক সে দলে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সুইডেন ম্যাচের জন্য গতকাল সোমবার ২৪ সদস্যের চূড়ান্ত যে দল ঘোষণা করেন মার্তিনেস, সে দলে জায়গা হয়নি রোনালদোর।
কেবল রোনালদো নন, বাদ পড়া আটজনের মধ্যে আরও আছেন দিয়েগো দালত, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্স। তবে পর্তুগালের কোচ জানিয়েছেন, রোনালদোকে বাদ দেওয়া হয়নি, বরং টানা ম্যাচের ধকল কাটাতে সুইডেন ম্যাচে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।
খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন রোনালদোকে বিশ্রাম দেওয়ার কারণ জানিয়েছে। ইএসপিএনের মতে, পরিবার নিয়ে বর্তমানে ছুটি কাটাতে সৌদি আরবে আছেন পাঁচবারের বালন দ’র জয়ী তারকা। এর আগে গত শনিবার সন্ধ্যায় আল নাসরের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন রোনালদো। সৌদি প্রো লিগে টানা ম্যাচ খেলা বিবেচনায় নিয়ে ৩৯ বছর বয়সী রোনালদোকে আন্তর্জাতিক বিরতিতে বাড়তি বিশ্রাম দিয়েছেন মার্তিনেস।
অবশ্য বেশিদিন ছুটি কাটাতে পারবেন না রোনালদো। সুইডেনের বিপক্ষে ম্যাচের পরেই দলে যোগ দিতে হবে সাবেক রেয়াল মাদ্রিদ তারকাকে। আগামী ২৬ মার্চ স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। সে ম্যাচে রোনালদোসহ বাদ পড়া বাকিরা যোগ দেবেন বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
চলতি বছরের জুনে শুরু হচ্ছে ইউরো। এ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মানা হচ্ছে পর্তুগালকে। ২০১৬ ইউরো জেতা পর্তুগালের স্বপ্নসারথী যে রোনালদো, তা তো বলতে হয় না! এ মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদো গোলের পর গোল করে ছন্দে থাকার আভাসও দিচ্ছেন। সৌদি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ গোল তাঁর।