যাত্রা শিল্পীদের উপর সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রিপন বিশ্বাস:নড়াইলে দুর্নীতিবাজ স্বেচ্ছাচারী, মলয় কুমার কুণ্ডু ও তার গং কর্তৃক ১৫ মার্চ সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল দালাল ও সিন্ডিকেট মুক্ত করার দাবিতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।সোমবার( ১৮ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমী চত্বরে কবি, শিল্পি, সাহিত্যিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দেয়া হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন শিল্পি আব্দুর রহমান,শিল্পি ইমরুল হোসেনসহ আরো অনেকে।
উলেখ্য, নড়াইল জেলা বাংলাদেশের অন্যতম শিল্প ও সংস্কৃতি বিকাশের প্রভূত সম্ভাবনা থাকা স্বত্বেও এক শ্রেণির দালাল ও কুচক্রী মহলের দৌরাত্নের কারণে সফলতার দ্বার উন্মোচন করার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে। শিল্পকলা একাডেমি, নড়াইলকে এই দালাল ও সিন্ডিকেট শ্রেণির মূল হোতা মলয় কুমার কুণ্ডু ও তার গং নিজেদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি মনে করেন। তারা বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে থাকে। নামসর্বস্ব কিছু সাংস্কৃতিক সংগঠনের নামে বছরের পর বছর আর্থিক সুবিধা গ্রহণ করে আসছেন। উক্ত সিন্ডিকেটের মূল হোতা মলয় কুমার কুন্ডুর বিরুদ্ধে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের আর্থিক তদন্ত রিপোর্ট চলমান রয়েছে। তারা প্রত্যন্ত অঞ্চলের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, যন্ত্রশিল্পী, বাউল শিল্পী, নাট্যকর্মী, যাত্রা শিল্পীদের জাতীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ না দিয়ে নিজেদের পছন্দের শিল্পীদের মাধ্যমে অনুষ্ঠান করে সিংহভাগ সম্মানী নিজেদের পকেটে ভরে থাকে। উক্ত ব্যক্তির স্বীকৃত কোন পেশা নেই কিন্তু রাজনৈতিক ভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার দরুন ক্রীড়াঙ্গনসহ অন্যান্য ক্ষেত্রে নারী কেলেংকারীসহ বিভিন্ন অপকর্মের কথা শোনা যায়। নড়াইল জেলার বর্তমান সুযোগ্য কালচারাল অফিসার জনাব, হামিদুর রহমান তাদের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে প্রথমে অনৈতিক প্রস্তাব এবং পরবর্তীতে ভয়-ভীতি প্রদর্শন করেন। কিন্তু তিনি তাদের প্রস্তাব গ্রহণ না করায় তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের লিপ্ত হতে থাকেন। এমতবস্থায় নড়াইল জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, যন্ত্রশিল্পী, বাউল শিল্পী, নাট্যকর্মী, যাত্রা শিল্পী, প্রশিক্ষণার্থী, অভিভাবক, সুশীল সমাজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিগত ১৫ই মার্চ শুক্রবারে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয় যার ওপর মলয় কুমার কুন্ডুর ভাড়াটিয়া রাজনৈতিক কর্মী এবং তাদের মদদ পুষ্ট কতিপয় উছশৃংখল সাংবাদিক শিল্পীদের ওপর অতর্কিত হামলা, মারধরসহ ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। আমরা উক্ত ঘটনার সঠিক তদন্তসহ উপযুক্ত বিচার এবং জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল দালাল ও সিন্ডিকেট মুক্ত চাই।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)