আশাশুনিতে স্ত্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপকূলীয় হতদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার আনুলিয়া আশা ব্রাঞ্চের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
আনুলিয়া অফিসের ম্যানেজার শেখ বাশির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম সানা, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মেডিকেল অফিসার ডাঃ নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম প্রমূখ। ক্যাম্পে দেড় শতাধিক গরিব অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, লেবুলাইজেশন করা, ড্রেসিং সেলাই, সেলাই কাটা কাজ করা হয়। পরে বঙ্গবন্ধুর পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।