সাতক্ষীরায় প্রাথামিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় প্রাথামিক চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতাল ও আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে গ্রামীন চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মিরাজুর রহমানের সভাপতিত্বে চক্ষু পরিচর্যা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব গ্রাম ডাক্তার এম এ.গফুর। এসময় উপস্থিত ছিলেন আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম সহ আরো অনেকে। গ্রামীন জনপদের অসহায় মানুষের সেবা দেয়ার লক্ষে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা এলাকায় সর্ববৃহৎ ও সর্বাধুনিক চক্ষু হাসপাতাল নির্মান করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে হাসপাতালে ও বিভিন্ন প্রত্যন্ত অ লে ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫০ হাজার রুগীকে স্বল্প খরচে সেবা দেয়া হয়েছে। এছাড়া এক হাজার ৫০০ রুগীর চোখের অপারেশন করা হয়েছে। আগামী দিনগুলোতেও সাতক্ষীরা অ লে সততার সাথে তাদের এই সেবা অব্যাহত থাকবে বলে তারা এ সময় দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।