কানাডায় ৪ শিশুসহ একই পরিবারের ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার রাজধানী অটোয়ায় একটি বাড়ি থেকে ৬ মাসের এক শিশুসহ ৬ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ৬ জনই শ্রীলংকার নাগরিক, যারা কিছুদিন আগে কানাডায় এসেছিলেন।

স্থানীয় সময় বুধবার অটোয়ার বারহেভেনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ফেবরিও ডি-জয়সা নামে ১৯ বছর বয়সী একজনকে আটক করেছে। তিনি ঐ পরিবারের সঙ্গেই থাকতেন।

পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি কল পেয়ে বারহেভেনের ঐ বাড়িতে গিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুদের বাবাকে আহত অবস্থায় অটোয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জীবন ঝুঁকিপূর্ণ নয়।

অটোয়ায় শ্রীলংকার হাইকমিশন নিশ্চিত করেছে, ঐ পরিবারটি শ্রীলংকার।

অটোয়া পুলিশের প্রধান বলেন, হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি অটোয়ার ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের তদন্ত জটিল প্রক্রিয়া।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ভয়ানক ও মর্মান্তিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

সূত্র: বিবিসি

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)