পাকিস্তানে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক:
জাতীয় নির্বাচনের পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষোভ ঘোষণা করেছে। দলটিকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশের বরাতে প্রতিবেদনে জানানো হয়, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। ঐ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি ও যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে। গত বছরের ৯ মের পর আবার এ কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব হতে যাচ্ছে দলটি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)