আশাশুনিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১১ ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক ইভেন্টে ১ম স্থান অধিকারীদের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘ক’ গ্রুপ এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথকভাবে খেলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাব প্রতিযোগিতায় ৫৪ ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। সকল ইভেন্টের ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলার প্রতিনিধিত্ব করবে। সকাল দশটায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ বি এমডি মোস্তাকিম। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন , সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, ক্রীড়া শিক্ষক মো, আনিছুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)