কালীগঞ্জে মোটরসাইকেল ইঞ্জিন ভ্যান সংঘর্ষে নিহত ১
Post Views:
৪৬৫
হাফিজুর রহমান:কালীগঞ্জ উপজেলার পল্লীতে মোটরসাইকেল ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম গাজী(৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালক শ্যামনগর থানার শিবচন্দ্রপুর গ্রামের জহুরুল আলী গাজীর ছেলে ।
প্রতক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ উপজেলার পল্লী সড়ক দিয়ে নুরনগর দিকে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর নামক এলাকায় আসলে বিপরীত দিকে আসা একটি ইজ্ঞিন ভ্যানের সাথে মুুখোমুখি সংঘর্ষ হয় তার।এতে তিনি ছিটিকে পড়ে গুরত্বর আহত হন। ওই সময় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃশাহিন হোসেন সড়ক দূর্ঘটনার বিষয়টি জানান, ঘটনাস্থল থেকে ইজ্ঞিন ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে।