সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন হালিমা বেগম
ডেস্ক রিপোট:-জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন মোছাঃ হালিমা বেগম।মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী দুপুরের দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মোছাঃ হালিমা বেগম বাগেরহাট জেলার মোল্লারহাট থানা এলাকার মুজিবুর রহমানের স্ত্রী। তিনি বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। খুলনা ও বাগেরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোছাঃ হালিমা বেগম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৬ বাংলাদেশের গণমানুষের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় ‘কৃষিতে নারীর অবদান’ এর মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের কারনে ।দেশ গড়ার প্রচেষ্টায় এই কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত হয়েছেন।
এছাড়া তিনি ব্যক্তি জীবনে বাংলাদেশ ছাত্রলীগ, চর কুরিয়া লায়লা আজাদ কলেজ শাখার সাবেক মহিলা সম্পাদীকা,বাংলাদেশ কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর ও সদস্য বাংলাদেশ কৃষকলীগ সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি।সাবেক কৃষি ঋণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদীকা হিসেবে দায়িত্ব পালন করেন।মোছাঃ হালিমা বেগম বর্তমান বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাংগঠনিক কর্মকান্ডেও দায়িত্বরত আছেন।
এক সাক্ষাৎকারে হালিমা বেগম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে ও সাধারণ মানুষের জন্য কাজ করতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।