আশাশুনির বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রূপান্তর স্থাপিত প্লান্টটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওয়াটার এইড বাংলাদেশের রেবিন চাকমা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এডাবটেশন প্রোগ্রামের ডিরেক্টর ফারুখ আহম্মেদ ও মরিচ্চাপ সুপেয় পানির প্লান্ট কাদাকাটির সভানেত্রী গীতা রায় (জয়িতা)। রূপান্তর আশাশুনির সুপারভাইজার শেখ রাজীব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচিতি পর্বে টগর মহিলা দলের পরিচয় করিয়ে দেয়া হয়। মহিলা দলের সদস্যরা হলেন, অন্তরা মুনমুন রানী, কাকলী ইয়াসমিন, মোসলেমা খাতুন, তারমিন সুলতানা ও রোজিনা খাতুন। এই দল পানির প্লান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষন করবে। প্লান্টের উৎপাদিত পানি বিক্রি থেকে উপার্জিত সমুদয় অর্থ নারী উদ্যোক্তাগণ তাদের জীবনমান উন্নয়নের কাজে লাগাবেন। এই প্রান্টের বৈশিষ্ট্য হলো, ভূগর্ভস্থ পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ করণ, প্লান্ট স্থাপনের পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানি পরীক্ষা ও সে অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা হয়, ৬টি ধাপে পানি নিরাপদ করা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক পানির গুণগতমান স্বীকৃত, ক্ষতিকর রাসায়নিক উপাদানমুক্ত ও পরিবেশ মান্ধব। উদ্বোধনী দিনে উপস্থিত প্রত্যেক পরিবারকে ১৫ লিটার পর্যন্ত পানি বিনামূল্যে বিতরণ করা হয়।