আশাশুনিতে শীতকালীন ব্যাধি এবং পুষ্টি বিষয়ক উঠান বৈঠক

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি সদরে শীতকালীন সংক্রামক ও অসংক্রামক ব্যাধি এবং পুষ্টি বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে নাটানা সিসি সংলগ্ন সন্তোষ গোলদারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুল হকের বাস্তবায়নে বৈঠকে হাঁড়িভাঙ্গা ও নাটানা গ্রামের অর্ধশতাধিক নারী অংশ নেয়।বৈঠকে শীতকালীন স্বাস্থ্য বার্তা, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য, ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দিকনির্দেশনা এবং জনসচেতনতামূলক আলোচনা করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন। এসময় স্বাস্থ্য সহকারী চয়না রাণী দাশ, সিএইচসিপি অলোকা রায় ও পরিবার পরিকল্পনা সহকারী অঞ্জনা বালা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)