হাঁড়কাপনো শীতে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল
নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো শীতের কষ্ট। এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন। সাতক্ষীরা সদর উপজেলার দুস্থ শীতার্ত মানুষ এই শীতের কবল থেকে কিছুটা রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় তিনি বলেন, মাঘ মাসের শুরুতে সাতক্ষীরা অঞ্চলেও বেড়েছে শীতের প্রকোপ। হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে রাতের বেলায় শীত বৃদ্ধি পাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে সবচাইতে বেশি বিপাকে। অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনানিপাত করছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ‘মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারিভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতের তীব্রতা বাড়ায় প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মা ফাউন্ডেশন। হাঁড়কাপনো শীতে অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো বিত্তবানদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। যা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার ও ডা. জিয়াউর রহমান প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের সদস্য ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।