সাতক্ষীরায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন!
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। হিমেল হাওয়ায় সাথে নেমে আসা কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে বেড়ে গেছে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ। হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনও আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সোমবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৫ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Please follow and like us: