নতুন মন্ত্রিসভায় ৪ নারী

ডেস্ক নিউজ:
৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ নারী রয়েছেন চারজন। শপথের পর তাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভার অন্য নারীদের মধ্যে ডা. দীপু মনিকে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)