সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বাবা জেল হাজতে
রঘুনাথ খাঁ:
মায়ের কোল থেকে তুলে এনে আট বছরের সন্তান আরিফ বিল্লাহকে সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ন প্রকল্পে পুড়িয়ে হত্যা করার ঘটনায় গ্রেপ্তারকৃত পাষÐ পিতা ইয়াছিন আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে তাকে সাতক্ষীরার বিচারিক হাকিম বন্যা খাতুনের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম- ইয়াছিন আলী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অভীক বড়–য়া জানান, পারিবারিক কলহের কারণে মায়ের সঙ্গে ধুলিহর তালতলা গ্রামে নানা ইজ্জত আলীর বাড়িতে কয়েকদিন ধরে অবস্থান করছিলো আরিফ বিল্লাহ (৮)। বৃহষ্পতিবার বিকেলে মায়ের কাছ থেকে ধলবাড়িয়া মাঠপাড়ার বাসায় এনে ছেলে আরিফ বিল্লাহকে রাতে গলায় চাদর পেঁচিয়ে হত্যার পর ঘরের দরজায় ছিকল তুলে দিয়ে প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাবা ইয়াছিন। পরদিন শুক্রবার সকালে পুলিশ ইয়াছিনকে গ্রেপ্তার করে। উদ্ধার করে আরিফ বিল্লাহ’র পোড়া লাশ। এ ঘটনায় নিহত আরিফের মা রোকেয়া খাতুন বাাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা(৪নং) দায়ের করেন। তবে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য আদালতে নেওয়ার ইচ্ছা থাকলেও সে এক এক সময় এক এক রকম কথা বলায় সিদ্ধান্ত পরিবর্তণ করা হয়।
শনিবার বিকেলে ইয়াছিন আলীকে সাতক্ষীরার বিচারিক হাকিম বন্যা খাতুনের কাছে হাজির করানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান মোবাইল ফোনে ইয়াছিনকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্বিচত করেছেন।