এমপির ভাগ্নের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে হাতেনাতে আটক

ডেস্ক নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জনতার হাতে আটক হন তার ভাগিনা সাঈদ হাসান তরফদার শাকিল (৩৫)। শাস্তিস্বরূপ তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে মহাদেবপুরের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা।

শাকিল নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ছলিম উদ্দিন তরফদার সেলিমের ভাগ্নে ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সদর উপজেলার বাসিন্দা এরশাদ আলীর ছেলে।

রাত নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর ভাগ্নে সাঈদ হাসান তরফদার শাকিল ভোটারদের মধ্যে টাকা দিয়ে অলংকারপুর গ্রামে ভোট কিনছেন এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা তার পিছু নেন। এ সময় ধরা পড়ে যাওয়ার ভয়ে শাকিল নিজের কাছে থাকা ৬ হাজার টাকা জঙ্গলে ফেলে দেন। অবৈধভাবে ভোট কেনার অভিযোগে স্থানীয়রা একটি প্রাইভেটকারসহ তাকে আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা প্রশাসন ও পুলিশ। এরপর রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাকিলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধিমালা, ২০০৮-এর ধারা অনুযায়ী এই জরিমানা করেন। এ সময় থানার ওসি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে চেয়ারম্যান শাকিলকে আটকের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। একে কেন্দ্র করে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে- ‘এই যে টাকা, শাকিল চেয়ারম্যান টাকা দিয়ে ভোট কিনতে এসেছিলেন। এছাড়া নিচে পড়ে থাকা টাকা লাইট মেরে দেখাচ্ছিলেন একে অন্যকে ও বলছিলেন ট্রাক মার্কার টাকা।’

আওয়ামী লীগের নেতা ও স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী এমপি ছলিম তরফদারের ‘ট্রাক’ প্রতীককে জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অভিযোগ আছে ভোটারদের কাছে টাকা বিতরণ করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি। নির্বাচনে জয়ের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলা সদরের খোলাশপুকুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ও একই সময় কিছুদূরে অলংকারপুরে ভাগ্নে শাকিল চেয়ারম্যানসহ আরও কয়েকজনকে আটক করে রাখে।এ ঘটনায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির (ট্রাক) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা বলেন, ‘সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার (শাকিল) টাকা বণ্টন করছেন স্থানীয়দের মধ্যে। এমন অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে রাখেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে এমন কাউকে পাইনি যাকে তিনি টাকা দেননি। কিংবা তার কাছেও কোনো টাকা পাওয়া যায়নি। তবে রাস্তার ওপর ৬ হাজার টাকা পড়ে ছিল। যা দিয়ে প্রমাণ করা যায় না। যেহেতু একটি নির্দিষ্ট সময় পর নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেই কারণে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)