একতরফা ’ নির্বাচন করতে যাচ্ছে সরকার —— সমমনা জোট
ডেস্ক রিপোট: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের মানুষকে উপেক্ষা করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে একতরফা নির্বাচন করতে যাচ্ছে সরকার। এই ডামি নির্বাচন করে আওয়ামী লীগ বহির্বিশ্বে বাংলাদেশকে বিতর্কিত করছে। কৌশলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার।রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুনরায় প্রেস ক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।পরে সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ সরকারের উদ্দেশে বলেন, এখনও সময় আছে প্রহসনের নির্বাচন বন্ধ করুন। দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবেন না। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে সংলাপের ব্যবস্থা করে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। সমাবেশে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিকল্পধারা চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, যুগ্ম মহাসচিব হেলাল আহমেদ, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্ম মহাসচিব নুর নবী, এনডিপির মহাসচিব আব্দুলাহ আল হারুন সোহেল, জনতার অধিকার পার্টি মহাসচিব রাজা রহমান, এনপিপির প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।