দুর্ঘটনায় মারা গেলেন সংগীতশিল্পী লরা
ডেস্ক রিপোট: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন মিউজিক ব্যান্ড ‘ডিক্সি চিক্স’-এর প্রতিষ্ঠাতা ও সদস্য সংগীতশিল্পী লরা লিঞ্চ। শুক্রবার (২২ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে মৃত্যু হয় কণ্ঠশিল্পীর। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগ সুত্রে জানা গেছে , শুক্রবার এল পাসো শহরের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় লরা লিঞ্চের। এই তারকার মৃত্যুতে ব্যান্ডের বর্তমান সদস্যরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য : ১৯৯০ সালে লরা লিঞ্চ রবিন লিন ম্যাসি, মার্টি এরউইন ও অ্যামিলি এরউইনের সঙ্গে ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে ব্যান্ড ছাড়ার আগে তিনটি অ্যালবাম রেকর্ড করেছিলেন এই গায়িকা। দল থেকে চলে যাওয়ার পর ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড ১৯৯৮ সালে ‘ওয়াইড ওপেন স্পেস’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সাফল্য অর্জন করে।