কলারোয়া প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
কামরুল হাসান:
কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ১৭ সদস্যে উন্নীত করা হয়। একজন সহ-সভাপতি, একজন সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক এবং দুইজন নির্বাহী সদস্য নতুনভাবে অন্তর্ভূক্ত হয়েছেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান মিকাঈল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান খোকা, দপ্তর সম্পাদক সুজাউল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সরদার জিল্লুর রহমান, নির্বাহী সদস্য সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, হাসান মাসুদ পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক রাজু রায়হান প্রমুখ।
Please follow and like us: