তালায় উত্তরণের আয়োজনে সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
Post Views:
১৬৯
তালা প্রতিনিধিঃ তালায় বে-সরকারী সংস্থা উত্তরণের বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা বিষায়ক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা শেয়ারের অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী। এ সময় উত্তরণের প্রজেক্ট ম্যানেজার এমদাদুল হকসহ আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের কার্যক্রমে বিভিন্ন স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।