সকল ভেদাভেদ ভুল কাজ করার আহবান তালায় নৌকার প্রার্থী স্বপন
Post Views:
১৪১
তালা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার -১আসনের নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের
তালায় মতবিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ খুরশীদ আলমের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন, উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, কলারোয়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সুরাইয়া পারভীন রত্না, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর আহম্মেদ হেলাল, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবল হোসেন, সাংবাদিক মোজাফ্ফার হোসেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, সেচ্ছাসেবক লীগ আহবায়ক আনোয়ার হোসেন, কৃষকলীগ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন নির্বাচিত হলে তালার উন্নয়ন মূলক কাজগুলো স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে করবেন। সবশেষে সকল ভেদাভেদ ভূলে একসাথে কাজ আহবান জানান তিনি।এর আগে নৌকা প্রতিকের প্রার্থী বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে তালা ডাক বাংলো চত্বরে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।