তালায় আঞ্চলিক মহাসড়কের গাছ বিক্রয়ের হিড়িক
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের গাছ বিক্রয়ের হিড়িক পড়েছে। রাস্তা সম্প্রসারণের নামে এ সকল গাছ বিক্রি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,তালা-পাইগাছা সড়কের শাহপুর-পরানপুর বাঁক এবং মুক্তিযুদ্ধা কলেজ-ফায়ার সার্ভিস মোড়ের সড়কের বাঁক সোজা করার কাজ চলমান। এ সকল বাঁকের মধ্যবর্তী গাছ স্কেভেটার দিয়ে উপড়িয়ে ফেলা হয়েছে। উপড়িয়ে ফেলা গাছের মধ্যে অর্জুন,কাঁঠাল,রোড শিরিন সহ অর্ধ শতাব্দী প্রাচীন এ সকল মহা মূল্যবান গাছ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদিচ্ছার অভাবে গাছগুলো না কেটে সহজে সংস্কার করে পরিবেশ রক্ষার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজ করতে পারতো।
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের অধীনে জমি অধিগ্রহণ করে দুর্ঘটনা রোধে এই পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু সড়কের পাশের গাছ গুলো সাতক্ষীরা জেলা পরিষদের আওতাধীন। রাতের আধারে সরকারি গাছ বিক্রয়ের হিড়িক পড়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাত থেকে দশ লক্ষ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতপুর বাজরের এক কাঠ ব্যবসায়ী বলেন, এ সকল কাঠ স্থানীয় বাজারে বিক্রি না করে যশোর ও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
এবিষয় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে বলেন,সড়কের পাশের গাছগুলো জেলা পরিষদের। উপড়িয়ে ফেলা গাছ তালা ডাক বাংলোর তত্ত্বাবধায়ক জাফরের দায়িত্ব আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,মোখিক ভাবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় তালা সদর ভূমি কর্মকর্তা আবু হেলাল বলেন, এবিষয় তিনি কিছু জানেন না।
বন,ভূমি ও পরিবেশ রক্ষা কমিটির জেলা সভাপতি আদিত্য মল্লিক বলেন,কতৃপক্ষ চাইলে প্রাচীন এ সকল বৃক্ষ সংরক্ষণ করে সম্প্রসারণ করতে পারতো। ফলে একদিকে হরি লুট বন্ধ হত অন্যদিকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে সহায়তা করত।
Please follow and like us: