আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
আশাশুনি,জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে সর্বোচ্চ সংখ্যক ইঁদুরের লেজ জমা দেওয়ায় এক চাষীকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষককে পৃরস্কৃত করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে “ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক সমাবেশে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের স ালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মেরিন ফিসারিজ কর্মকর্তা রতœা সাহা, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল, মুজিবর রহমান, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, দ্যুতি কৃষ্ণ সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঁদুরের লেজ কর্তন করে অভিযানের শুভ উদ্বোধন করেন, ইউএনও মোঃ রনি আলম নূর। এছাড়া অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২৫০ টি ইঁদুরের লেজ জমা প্রদান করায় আশাশুনি সদরের কৃষক আঃ কুদ্দুছ গাজীকে ক্ষেতে কীটনাশক স্প্রে মেশিন পৃরস্কার দেওয়া হয়।