আশাশুনিতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ চায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অগ্রগতি সংস্থার আয়োজনে ও ইউএসএআইডি এর অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবীব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক নিমাই সরকার, শাপলা মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মর্জিনা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। সরকারি যে সহযোগিতা ও সেবা দেওয়া হয় এটা আপনাদের অধিকার। জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা কেউ দয়া করে কিম্বা নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে সাহায্য করছে না। অসহায় মানুষের জন্য যা করা হচ্ছে সরকার করছে। তাই ব্যক্তি তোষামোদি বাদ দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সরকারি সকল সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে পাশাপাশি দেশের উন্নয়নের গতিধারা আরও বৃদ্ধি পাবে।