গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৮ চিকিৎসাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় চলমান ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

শনিবার ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত হামলা ও গোলাবর্ষণে ২৮ জন চিকিৎসাকর্মীকে নিহত হয়েছে। এ সময় কয়েক ডজন স্বাস্থ্যসেবা কর্মী ছাড়াও অন্যান্যরা আহত হয়েছেন এবং ইসরায়েলের হামলার কারণে ১৫টি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বেইত হানুন হাসপাতাল এবং আল-দুররাহ চিলড্রেন’স হাসপাতাল পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং ২৩টি অ্যাম্বুলেন্স গাড়িও নষ্ট হয়ে গেছে বলেও জানান ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)