শাহরুখকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক:
চলতি বছরেই মুক্তি পেয়েছে কিং খানের দুটি ব্লকবাস্টার ছবি ‌‘পাঠান’ ও ‘জওয়ান’। গোটা বিশ্বজুড়ে দারুণ ব্যবসাও করেছে ছবি দুটি। এরপরই শাহরুখের কাছে মোবাইল ফোনে হুমকি আসতে শুরু করে। যে কারণে তিনি লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই এবার অভিনেতার নিরাপত্তা জোরদার করা হলো। একদিকে আকাশছোঁয়া সফলতা, অন্যদিকে প্রাণে মারার হুমকি। এসব কারণেই এবার বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেবে মহারাষ্ট্র সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রাজ্য সরকারের নির্দেশ আসার পরই শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে আইজি ভিআইপি সিকিউরিটি। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। এই নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা টাকা দেবেন তিনি।

ভারত-কানাডা ইস্যুর গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’? ভারত-কানাডা ইস্যুর গল্প বলবে শাহরুখের ‘ডাঙ্কি’?
শাহরুখের বাবাকে উৎসর্গ করে ‘জওয়ান’র বিশেষ শোশাহরুখের বাবাকে উৎসর্গ করে ‘জওয়ান’র বিশেষ শো
নিরাপত্তার অংশ হিসেবে ছয় পুলিশ কমান্ডোকে দেহরক্ষী হিসবে পাবেন শাহরুখ। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। বাদশার মান্নত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তাও বাড়ানো হয়। তিনিও ওয়াই প্লাস নিরাপত্তা পান।

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকি যদি কোনও উচ্চ পর্যায়ের ব্যক্তিকে দেওয়া হয়, তার জন্যই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত বছর নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার হত্যার পরে সালমান খানের নিরাপত্তা এক্স থেকে ওয়াই প্লসে উন্নীত করা হয়। ২০২০ সালে শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কঙ্গনা রানাওয়াতকে এই নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন হল শাহরুখ খানের নাম।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)