ইয়েলো সাগরে ৫৫ নাবিকের মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর পূর্ব চীনের পূর্ব উপকূলে ইয়েলো সি বা পীত সাগরে চীনের একটি সাবমেরিন গোয়েন্দা ফাঁদে আটকা পড়ে ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের এক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, ‘চলতি বছরের ২১ আগস্ট চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ‘০৯৩-৪১৭’ পারমাণবিক সাবমেরিনটিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এর ফলে সাবমেরিনে বিষক্রিয়া ঘটে নাবিকদের মৃত্যু হয়েছে। তবে চীন ব্রিটিশ গোয়েন্দাদের এই দাবি নাকচ করেছে চীন।
জানা গেছে, গত ২১ আগস্ট ইয়েলো সাগরে একটি মিশন পরিচালনার সময় ওই দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে, পীত সাগরে ব্রিটিশ উপ-সারফেস জাহাজগুলোকে লক্ষ্য করে ফাঁদ পাতা হয়। চীনের পারমাণবিক সাবমেরিন সেই ফাঁদে আটকে পড়লে ৫৫ জন নাবিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২২ জন অফিসার, ৭ ক্যাডেট অফিসার, ৯ জন পেটি অফিসার আর ১৭ জন নাবিক।