তালায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম,রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মকবুল হোসেন,তালা শহীদ আলী আহমদ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, বি’দে সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবউদ্দোলা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে ডেঙ্গু প্রতিরোধের জন্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।