কুল্যায় আল-মদিনা হ্যাচারীতে চুরি!
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আল-মদিনা হ্যাচারী ও নার্সিং পয়েন্টে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবালোকে চুরির ঘটনা ঘটে।
শনিবার দিনের বেলা হ্যাচারিতে তালা দিয়ে মালিক পক্ষ বাড়িতে যান। এসুযোগে সংঘবদ্ধ চোরেরা তালা ভেঙ্গে হ্যচারির ভেতর থেকে জাল, ছাকনি, কোদাল, শাবল, প্রয়োজনীয় কাগজপত্র এবং হ্যাচারির হিসাব নিকাশের খাতা পাত্র সহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। হ্যাচারির মালিক আবুল হোসেন রাজু বলেন, এর আগে আমার ঘেরের এরিয়া থেকে বহু জিনিস চুরি হয়েছে এবং ঘেরের মাছ চুরি হয়ে আসছে। তিনি বলেন এটা নিছক শত্রুতামূলক ভাবে করা হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Please follow and like us: