দেবহাটায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
মোমিনুর রহমান:
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে দেবহাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার গাজীরহাট সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ। এসময় সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে মৃনাল কান্তি হালদার, গৌতম রায়, অচিন্ত মন্ডল, গোপাল চন্দ্র স্বর্ণকার, কল্যাণ ব্যানার্জী, শংকর স্বর্ণকার, মৌসুমী চ্যাটার্জী, উত্তম কুমার ধাড়া, পতিরাম সরদার, নিশিকান্ত গাইন, মনিমোহন হালদার, দুলাল চন্দ্র মন্ডল, সুজয় ঘোষ, সন্দীপ কুমার দাশ, বিশ্বজিত সরকার, সুভাষ চন্দ্র দাস, নারায়ন মন্ডল, পরিমল গাঁতিদার, বলরাম স্বর্ণকার, ইন্দ্রজিত ঘোষ, হরিদাস সরকার, সঞ্জয় অধিকারিসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের সংখ্যালঘু নেতারা উপস্থিত ছিলেন।