আশাশুনিতে যুব প্রতিবন্ধীদের আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের যুব প্রতিবন্ধীদের ডিজিটাল /সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার এবং আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।শনিবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
লিলিয়ানা ফন্ডস (নেদারল্যান্ডস) এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগতিায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষনে প্রকল্পের সুপারভাইজর সুব্রত বাছাড় এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়ালের আশাশুনি শাখার উর্ধ্বতন শাখা ব্যাবস্থাপক ওমর ফারুক। চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত ২০ জন যুব প্রতিবন্ধীদের ডিজিটাল /সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার এবং আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আইডিয়াল সংস্থার আইটি বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন জুয়েল।
Please follow and like us: