ভারতের ঐতিহাসিক সাফল্য, চাঁদের বুকে নামল ‘চন্দ্রযান-৩’
আন্তর্জাতিক ডেস্কঃ
চাঁদ যেন ছোটবেলা থেকেই বাঙালির কাছে পরিবারের সদস্য। আর সেই ‘চাঁদমামা’-কে স্পর্শ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, সেটার ‘গ্র্যান্ড ফাইনাল’ হলো আজ। কারণ আজ চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান-৩।
চাঁদের বুকে নামল ‘চন্দ্রযান-৩’। বুধ সন্ধ্যায় চন্দ্রযানের চাঁদের বুকে নামতে মোট ১৯ মিনিট সময় লাগে। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর ভারতের এই চন্দ্র বিজয়। চন্দ্রযান চাঁদের বুকে নামতেই ব্রিকস সম্মেলন থেকে ভার্চুয়ালি তা প্রত্যক্ষ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইসরোর পক্ষ থেকে এর আগে জানানো হয়, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। যে ল্যান্ডারের মধ্যে আছে রোভার।
দক্ষিণ আফ্রিকা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘আমার প্রিয় পরিবারের সদস্যরা যখন নিজেদের চোখের সামনে এরকম ইতিহাস তৈরি হতে দেখি, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রের জন্য গর্বের বিষয়। এই মুহূর্তটা অবিস্মরণীয়। এই মুহূর্তটা উন্নত ভারতের ঢক্কানিনাদ। এই মুহূর্তটা নতুন ভারতের ঢক্কানিনাদ।’
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। তবে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।