সুন্দরবন থেকে ১১ কেজি হরিনের মাংস ও মাথা সহ চামড়া উদ্ধার
রঘুনাথ খাঁ:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গঙ্গাচরন এলাকা থেকে ১১ কেজি হরিনের মাংস, ৮টি পা, ২টি মাথা সহ ২টি হরিনের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল রোববার(২০ আগস্ট) দিবাগত রাতে খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত গঙ্গাচরন এলাকায় এই অভিযান চালানো হয়।
সোমবার(২১ আগস্ট) বিকাল ৪টায় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় হরিনের মাংস পাচারকারীরা জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিনের মাংস সাতক্ষীরার কোবাদক ফরেস্ট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম মোবারক হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরার কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা এম মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।