তালায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১জুলাই) উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“মানব পাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ,আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি শক্তিশালীকরণ ও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা হয়।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেকশন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন,তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
Please follow and like us: