আশাশুনিতে মৎস্য সপ্তাহে পানি মাটি পরীক্ষা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর ৫ম দিনে মৎস্য ঘেরের মাটি-পানি পরীক্ষা ও প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা প্রশসন ও মৎস্য দপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে। শুক্রবার (২৮ জুলাই) উপজেলার শোভনালী ইউনিয়নে ও আশাশুনি সদরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আয়োজনে শোভনালী ইউনিয়নের খলিসানী বিলের মৎস্য ঘের সমুহের মধ্যে ৩৫ জন ঘের মালিকের ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। এছাড়া আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে কর্মসূচিতে মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। মৎস্যচাষী, মৎস্যজীবি, উপকারভোগিসহ বিভিন্ন স্তরের মানুষ প্রদর্শনী উপভোগ করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)