আশাশুনির বড়দলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দলে মাদক ইভটিঝিং সন্ত্রাস চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আশাশুনি থানার আয়োজনে বিট নং ৫ এর সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে সমাবেশে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বিট অফিসার এসআই নূরনবী, মহিলা মেম্বার হাফিজা খাতুন তমা, শিক্ষক হিরন্ময় মন্ডল, ইমাম পরিষদের হাফেজ মোঃ মহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলী প্রমুখ। বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু রায়হান সুমনের স ালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান তার বক্তব্যে বলেন, ভাল কিছুর পাশে খারাপ কিছু থাকে। পদ্মাসেতু, মেট্রোরেল উদ্বোধন, কর্ণফুলির নদীতে টানেল নির্মান কাজসহ অসংখ্য উন্নয়ন ও ভাল কাজ সরকার করেছেন। কিন্তু উন্নয়নে ঈর্ষান্তিত হয়ে কুচক্রী মহল উন্নয়নকে নিভিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ অনেক অপচেষ্টা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, ঈমাম, পুরোহিত, নারী সমাজ, যুব সমাজ আজকের সমাবেশে উপস্থিত আছে। পুলিশের একার পক্ষে যা করা সম্ভব নয়, আমরা সম্মিলিত ভাবে কাজ করলে অপরাধ রোধ করা সম্ভব। মাদার অব ক্রাইম- মাদক। মাদক সেবী, বিক্রেতা সকলকে সমাজ থেকে প্রতিরোধ করতে হবে। সেজন্যে সামাজিক সচেনতনা প্রয়োজন। তিনি বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক যেকোন মূল্যে প্রতিরোধ করতে হবে। এজন্য যুব সমাজকে সুসংগঠিত করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ১৮ বছরের নীচে কোন সন্তানের হাতে এ্যান্ড্রয়েড ফোন দিবেননা। ২২ বছরের নীচে কোন ছেলের হাতে মোটর সাইকেল দিবেননা। যুব সমাজকে মাদক, উশৃংখল জীবনে প্রবেশ করা থেকে রক্ষা করতে পারলে, অন্যায়-অপকর্ম থেকে দূরে রাখতে পারলে তারা মানুষ হবে। তারা মানুষ হলে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে।