সুইডেনে মহাগ্রন্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর
শ্যামনগরে সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদী রাজনৈতিক দল হার্ড লাইন এর উগ্রপন্থি নেতা রাসমুস পালুদান কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ জুলাই বিকাল ৪টায় শ্যামনগরের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে থানা মসজিদ চত্ত্বর থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সের সামনে সমাবেশে পরিণত হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা উলামা পরিষদের সভাপতি থানা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল খালেক।
আরো বক্তব্য রাখেন,থানার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা কামাল, বাদঘাটা বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুজ্জামান,সোনারমোড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আলীম,মাওলানা ওবায়দুল উল্লাহ,সোহালিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে একরাম।
Please follow and like us: