সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা
স্টাফ রিপোর্টার:
আদালতের নির্দেশ অমান্য করে অন্যর জমিতে যেয়ে জোর পূর্বক দখল ও ফসল ফলাদি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে একের পর জীবন নাশের হুমকি দিচ্ছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় কলবাগান এলাকায়।
পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র রাজিউল হাসান জানান, তার মা তাকে ১.৪৫ একর সম্পত্তি দান করেন। অন্য ভাইয়ারা আমার মাকে দেখাশুনা করে না বলে তিনি উক্ত সম্পত্তি দান করেন। সেখান থেকে ভাইয়েরা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে থাকে।
বিষয়টি তার ভাই রফিকুল হাসান সাতক্ষীরা দেওয়ানী আদালতে ৩০/২২ নং মামলা দায়ের করেন। মামলায় তারা হেরে যায়। আদালত গত ১১ মে ২০২৩ সালে আমার পক্ষে রায় দেয় এবং উক্ত মিথ্যা মামলটি খারিজ করে দেয়। এবং যে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে শান্তিপূর্ন বসবাস করার জন্য আদেশ দেন। তারা আদালতের নির্দেশ অমান্য করে আবারও জোরপূর্বক আমার জমি দখল করার পায়তারা করছে এবং আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে।
এ ঘটনায় ভুক্তভুগি রাজ্উিল হাসান পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।