ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি নিষিদ্ধ করল পোল্যান্ড ও হাঙ্গেরি
অনলাইন ডেস্ক:
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে শস্য এবং অন্যান্য খাদ্য উপাদান আমাদানি বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড ও হাঙ্গেরি। নিজ নিজ দেশের কৃষিখাতকে চাঙ্গা রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশ দুটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৫ এপ্রিল) পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার জানিয়েছে, ইউক্রেন থেকে ব্যাপক শস্য এবং খাদ্য উপাদান আমদানি করায় বাজারে সরবরাহ অনেক বেড়ে গেছে। ফলে বাজারে এসব পণ্যের দামও কমে গেছে। যে কারণে দেশীয় কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
চলতি বছর পোল্যান্ডে ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির জন্য নির্বাচনের বছর। এ বছরে ইউক্রেন থেকে ব্যাপক কৃষিজ পণ্যের সরবরাহ দেশটির কৃষিখাত এবং সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে অচলাবস্থায় দাঁড় করিয়ে দিতে পারে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা।
এ বিষয়ে ল অ্যান্ড জাস্টিস পার্টির প্রধান জারোস্লাও ক্যাজিনস্কি বলেছেন, ‘আজ, সরকার একটি বিধানের ভিত্তিতে ইউক্রেন থেকে পোল্যান্ডে শস্যের প্রবেশ এবং আমদানি নিষিদ্ধ করেছে। পাশাপাশি আরও বেশ কয়েক ডজন কৃষিজ পণ্যও আমদানি নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে শস্য জাতীয় দ্রব্য থেকে শুরু করে মধুসহ বিভিন্ন পণ্য রয়েছে।’
পোল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ইউক্রেন। তারা বলেছে, দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান একপাক্ষিকভাবে করা হলে, তা দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে না।
এদিকে শনিবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সরকারও ইউক্রেন থেকে কৃষিজ পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, তারা মূলত নিরপেক্ষতা বজায় রাখতে এবং স্থানীয় কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতেই এ উদ্যোগ নিয়েছে। তবে কোন কোন পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হাঙ্গেরি।