মেগানকে ছাড়াই রাজা চার্লসের রাজ্যাভিষেকে যাচ্ছেন হ্যারি
অনলাইন ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি।
বুধবার (১২ এপ্রিল) হ্যারির মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হাজির থাকছেন না হ্যারির স্ত্রী মেগান মার্কেল। জানা গেছে, ওই দিন ক্যালিফোর্নিয়ায় ছেলে আর্চি হ্যারিসনের জন্মদিন পালনের ব্যস্ততা থাকায় এ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তিনি।
পারিবারিক কলহের জেরে ২০২০ সালে রাজপ্রাসাদ ছেড়ে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিন্স হ্যারি। এরপর বহুল আলোচিত আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশের পর রাজপরিবারের সঙ্গে তিক্ততা চরমে পৌঁছায় এ দম্পতির।
এসবের মধ্যেই রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দেবেন কি না, তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। একইসঙ্গে ওইদিনই ছেলে আর্চি হ্যারিসনের জন্মদিন হওয়ায় আদৌ ক্যালিফোর্নিয়া ছেড়ে তিনি লন্ডনে আসবেন কি না, তা নিয়েও ছিল সংশয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন হ্যারি।
আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে দুই হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এছাড়া আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশের পর হ্যারিকে প্রথমবারের মতো দেখা যাবে রাজপরিবারের সঙ্গে।
তবে এখন আর রাজ পরিবারের সদস্য না থাকায় রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারির ভূমিকা নিয়ে চলছে নানা আলোচনা।