সৌদি বাদশার পক্ষ থেকে শ্যামনগর উপকূলে ত্রাণ বিতরণ
শ্যামনগর প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি বাদশাহ সালমান ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্র সৌদি আরব এর পক্ষ থেকে সাতক্ষীরা শ্যামনগর উপকূলীয় এলাকার ১ হাজার পরিবারের মাঝে চাউল, ডাউল, চিনি, তেল, লবণ বিতরণ করা হয়েছে।
সোমবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুনবুল্লাহ,ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা বাংলাদেশ এর আয়োজনে, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) বাস্তবায়নে এ ত্রাণ বিতরণ করা হয় ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবুর রহমান, নওয়াবেঁকী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাল আল মামুন।